এখন নতুন ক্যুইজ গেম পান!

এখন নতুন ক্যুইজ গেম পান!




কেমন আছো?
     ভালো আছি স্যার। আপনি কেমন আছেন?
     আমিও ভালতারপর বলোতোমার ছাত্রীকে পড়াতে কেমন লাগছে?
     খুবই ভালো স্যার। খুব স্মার্ট আর বুদ্ধিমতী।
     তা ওঁকে নাকি আজকাল আগুনের ইতিবৃত্ত নিয়ে গল্প বলছ? (অগ্নিপথ এর আগের পর্বগুলো দ্রষ্টব্য)
     হ্যাঁ স্যারআর ওইজন্যেই আজ আপনার কাছে আসা। আমার কিছু কিছু ব্যাপার জানার আছে আপনার কাছ থেকে।
     নিশ্চই। কি জানতে চাও?
     আমাদের সৌরজগৎ আর বহির্বিশ্ব সম্পর্কে কিছু তথ্য। নিজস্ব কৌতুহলও আছে বলতে পারেন।
     অবশ্যই বলবপ্রথমে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সৌরজগৎআমাদের সপ্রভ আলোকবিন্দু সূর্য থেকে উৎপন্ন নিষ্প্রভ মূল বস্তুমানে প্ল্যানেটতাদের স্যাটেলাইটকুইপার বেল্ট – এই সমস্ত নিয়েই তো আমাদের সৌরজগৎমানে সোলার সিস্টেম। তা এই ‘প্ল্যানেট’ কথাটা কোথা থেকে এসেছে?
     গ্রীস থেকে। এর মানে ‘পরিব্রাজক’ বুধশুক্রমঙ্গলবৃহষ্পতি আর শনি – এইক’টা গ্রহচাঁদ আর সূর্য – এদেরকে নিয়েই এই প্ল্যানেট শব্দটির ক্রমবিকাশ।
     আর নিশ্চয় এও জানো যেতখনকার দিনে পৃথিবীকে বিশ্বের কেন্দ্রস্থল ভাবা হত। আর বাকীরা তার চারপাশে ঘুর্ণায়মান।
     হ্যাঁ। স্বয়ং এরিস্টটল এই মতের প্রতিষ্ঠাতা। তার শিষ্য সেনাপতি টলেমি প্রথম কসমোলজিক্যাল মডেল বানায়যার কেন্দ্রে রয়েছে পৃথিবী। আমি সে মডেল দেখেছি।
     বাঃতাহলে তো অনেকটাই জানো। আমার কাছে কি কারণে এসেছোঅতীত ইতিহাস তো তোমার জানা। আমার নাতনী তো আমায় বলেছে তুমি ইতিহাসের গল্প বলোআর গ্রহের সাথে আগুনের সম্পর্ক কি?
     স্যারআমার মনে হয়যেহেতু নক্ষত্র থেকেই গ্রহগুলোর উৎপত্তিতা আগুনের গোলক থেকেই তো তাহলে আগুনের গোলকের সৃষ্টি এই পৃথিবীর কথাই ধরুন না কেন এখনো এর কেন্দ্র থেকে লাভা বেরিয়ে আসে অর্থাৎ এরা কিন্তু সত্যিকারের নিস্প্রভ নয় ভেতরে ভেতরে আগুন ধিকিধিকি জ্বলছেই আর তাছাড়া এরা এককালে অগ্নিগোলক ছিলআজ শান্ত ঠান্ডাতা এদেরও তো ইতিহাস ছিল আমি সেই কারনেই ওকে এগুলোর কথা বলব তবে শনির পরে যে গ্রহগুলো আবিস্কৃত হয় তাদের সম্পর্কে কিছু বলুন আমায়। ওদের আবিষ্কার কীভাবে হলদূরবীন ছাড়া তো কোনভাবে ওদের দেখা সম্ভব নয়। তাও এত বড় কক্ষপথ যে বিশেষ করে নেপচুনপ্লুটো এদের তো দেখাই মুশকিল,বা আলাদা করে গ্রহ বলে চেনা দায়। এটা আমার নিজের কৌতুহল বলতে পারেন। আর তাছাড়া ইদানীং শুনছি নবম গ্রহ একটা আবিস্কার হতে চলেছে। বিজ্ঞানীরা তো অন্তত তাই দাবী করছে। সেটা সম্পর্কে কিছুই জানি না। কীভাবে বিজ্ঞানীদের মনে হল যে নবম গ্রহ একটা আছেএই সমস্তই সংক্ষেপে আমি জানতে চাই।
অারো জানতে চাইলে ক্লিক করেন

Comments