কালবৈশাখীর ছোবলে গেল চার প্রাণ ` লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে শুক্রবার সকাল নয়টার দিকে ভারী শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বোরো ধানের খেতের। ছবি: সফিউল আলম, পাটগ্রাম, লালমনিরহাটরাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার কালবৈশাখী বয়ে গেছে। এতে চারজন নিহত হয়েছেন। এ সময় কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। শিলাবৃষ্টির কারণে শুক্রবার মাগুরা সদর ও মহম্মদপুর, দিনাজপুরের পার্বতীপুর, পাবনার ঈশ্বরদী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে মাগুরা সদরে, দিনাজপুরের পার্বতীপুরে এবং পাবনার ঈশ্বরদীতে একজন করে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া যশোরে অভয়নগর উপজেলায় ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মাগুরা: জেলায় সন্ধ্যায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় শিলার আঘাতে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামের বদন মোল্লার ছেলে আকরাম হোসেন (৪৫) নিহত হন। আকরামের মৃ...