আমি একটু বেকুব আছি

আমি একটু বেকুব আছি


ক্যামেরার সামনে দাঁড়ানোর সময়টা হিসাব করলে ১৮ বছর হবে। তবে শুরুর তিন বছর শুধু ছাপানো বিজ্ঞাপনের মডেলিং করেছেন আফরান নিশো। বাকি সময় অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে। নিজেকে ভেঙেছেন, গড়েছেন। দেড় যুগের ক্যারিয়ারের দাপুটে সময়টা নিয়ে বলেছেন হাবিবুল্লাহ সিদ্দিকের কাছে।

১৮ বছর পার করলেন। ক্যারিয়ারের সেরা তিনটি প্রাপ্তির কথা জানতে চাই

কঠিন প্রশ্ন। (ভেবে নিয়ে) এক. আমি বিজ্ঞাপন, র‍্যাম্প, মডেলিং এবং অভিনয় অনেক মাধ্যমেই কাজ করেছি। কাজ করতে গিয়ে জেনেছি, আমার মধ্যে বহুমুখী অভিনয় করার দক্ষতা আছে। এটা আমার পরিচালকেরা বলেছেন। এটা একটা প্রাপ্তি। দুই. নাটক করতে এসে হুমায়ুন ফরিদীসহ অনেক জ্যেষ্ঠ অভিনয়শিল্পীর কাছ থেকে শিখতে পেরেছি। তিন. আমি এখন অবধি কাজ করতে পারছি। ১৮ বছর পার করেও আমি ফুরিয়ে যাইনি, এটাও একটা।a

Comments

Popular posts from this blog

WORK STUDY PROCEDURE:

সহকারী মেকানিক এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এ.আই.টি)